সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সূচক কমলেও লেনদেন বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2019, 10:15 AM
Updated : 2 Sept 2019, 10:16 AM

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৭ দশমিক ১৫ পয়েন্ট, সূচক অবস্থান করছে ৫ হাজার ৩৩ দশমিক ৫৪ পয়েন্টে ।

চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮৭ দশমিক ৬৬ পয়েন্ট।

সোমবার ঢাকার পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১০০ কোটি টাকার বেশি। এদিন লেনদেনের পরিমাণ ৪৪২ কোটি ৯০ লাখ টাকা; রোববার এই বাজারে ৩৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সোমবার সিএসইতে ১৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অঙ্ক ছিল ১৩ কোটি ৪৫ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২০৯টির, অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৩৭ দশমিক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭৫ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮৭ দশমিক ৬৬ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৪১২ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৫৩টির, অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।