লেনদেন-সূচক বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন-সূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2019, 12:05 PM
Updated : 31 August 2019, 02:32 PM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩ দশমিক ২৭ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। 

মঙ্গলবার ডিএসইতে ৪৬৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন সোমবারের চেয়ে ২০ কোটি ৫৯ লাখ টাকা বেশি।

সোমবার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৪৪৭ কোটি ১৬ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৭৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৮ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮২৯ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৮৮ কোটি ৫৪ লাখ টাকা কম।

সোমবার সিএসইতে হয়েছিল ১১২ কোটি ৩ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।