সূচক কমে সপ্তাহ শুরু পুজিবাজারে

মূল্যসূচক কমে সপ্তাহ শুরু করল বাংলাদেশের পুজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 11:29 AM
Updated : 25 August 2019, 11:29 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ দশমিক ১২ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬২ দশমিক ২৭ পয়েন্ট।

রোববার ঢাকায় ৪৬৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৪৭৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার সিএসইতে ৪৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ৪০ কোটি ৯৭ লাখ টাকা

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ২১৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

ডিএসইএক্স ১৩ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৩ দশমিক ৭২ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৩ দশমিক ৭৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৪১ দশমিক ১৬ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬২ দশমিক ২৭ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৯৭৭ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ১৫৫ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।