সূচক বেড়ে সপ্তাহ শেষ

মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 10:31 AM
Updated : 22 August 2019, 10:31 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ দশমিক ৪৩ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬২ দশমিক ২২ পয়েন্ট।

বৃহস্পতিবার ঢাকায় ৪৭৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বৃধবার এই বাজারে ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার সিএসইতে ৪০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল ২১ কোটি ২১ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।

ডিএসইএক্স ১৩ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৬ দশমিক ৮৫ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৬ দশমিক ৮৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫০ দশমিক ০১ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬২ দশমিক ২২ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৪০ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৮৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।