লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2019, 10:48 AM
Updated : 21 August 2019, 10:48 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪ দশমিক ০৮ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১ দশমিক ২৯ পয়েন্ট।

বুধবার ঢাকায় ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৪৭২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার সিএসইতে ২১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ৪৪ কোটি ২০ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৯৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

ডিএসইএক্স ৪ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ ২২৩ দশমিক ৪১ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৪ দশমিক ৪৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৪১ দশমিক ৬৭ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১ দশমিক ২৯ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৯৭৭ দশমিক ৮৩ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১২১টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।