ডিএসইতে লেনদেন কমেছে

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2019, 12:38 PM
Updated : 20 August 2019, 12:38 PM

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৭ দশমিক ৪৯ পয়েন্টে।

সিএসইর প্রধান সূচক সিএসপিআই ২২ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৭৬ দশমিক ৫৩ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৪৭২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৪২ লাখ টাকা কম।

অন্যদিকে সিএসইতে ৪৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ২১ কোটি ৫৩ লাখ টাকা বেশি।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৪৩টির; অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৭ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৪ পয়েন্টে। আর ডিএস৩০ ১ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৪৫ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির।