সূচক বাড়িয়ে ঈদের ছুটিতে গেল পুঁজিবাজার

টানা নয় দিনের ঈদের ছুটি শুরুর আগের দিন মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2019, 11:06 AM
Updated : 8 August 2019, 12:58 PM

বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে লেনদেন কিছুটা কমেছে।

কোরবানির ঈদের ছুটি শুরু হওয়ার আগে শেষ লেনদেন হয়েছে বৃহস্পতিবার। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ দশমিক ২২ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৪ দশমিক ৬৩ পয়েন্ট।

বৃহস্পতিবার ঢাকায় ৪১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বুধবার এই বাজারে ৪৪৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার সিএসইতে ১৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল ২২ কোটি ৮৯ লাখ টাকা।

পুঁজিবাজার বিশ্লেষক ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের জন্য পুঁজিবাজার থেকে টাকা বের করার একটা চাপ ছিল। সে চাপটা কেটে গেছে। পাশাপাশি পিপল লিজিং নিয়ে ভয়-ভীতি ছিল যে, পিপল লিজিং কে অবসায়ন করার ফলে পুঁজিবাজারে বড় একটা চাপ পড়বে সেটাও কেটেছে।

“আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুঁজিবাজার অনেক কমে গিয়েছিল ।সব কমারইতো একটা লিমিট আছে…।  তাই এখন শেয়ারের দাম বাড়ছে।”

ঈদের ছুটির পরও বাজারের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন মাকিল রিজভী।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, “সরকার অনেক চেষ্টা করেছে; নিয়ন্ত্রক সংস্থা অনেক চেষ্টা করেছে। বাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে

“ আমরা আশা করি ঈদের ছুটির পর বাজার আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে।”

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ৬৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৬১টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১৪ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০১ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৮ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৪ দশমিক ৬৩ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৮৯৬ দশমিক ৬৩ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৭৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে কোরবানির ঈদের পর ১৮ অগাস্ট লেনদেন শুরু হবে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

সাপ্তাহিক ছুটি, ঈদের ছুটি এবং ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের ছুটির কারণে টানা নয় দিন বন্ধ থাকবে বাজার।