সূচক কমেছে পুঁজিবাজারে

মূল্যসূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2019, 11:54 AM
Updated : 5 August 2019, 11:54 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৪৯ পয়েন্ট। অপর বাজার চট্ট্রগ্রামে প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৫ দশমিক ২৫ পয়েন্ট।

সোমবার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৭৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববারের তুলনায় লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫০ লাখ টাকা ।

রোববার ডিএসইতে লেনদেন ছিল ৪৬৩ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৮৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ দশমিক ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ১৬০ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৮৯ পয়েন্টে। আর ডিএস৩০ ১০ দশমিক ০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮২৬ পয়েন্টে।

চট্টগ্র্ম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৫ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৮৮ দশমিক ০৯ পয়েন্টে।

সিএসইতে ২৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৯ কোটি ৪৮ লাখ টাকা বেশি।

রোববার সিএসইতে লেনদেন ছিল ১৭ কোটি ১২ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।