ঢাকায় সূচক বাড়লেও চট্টগ্রামে কমেছে

বাংলাদেশের এক পুঁজিবাজারের মধ্যে মূল্যসূচক বাড়লেও আরেক বাজারে কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2019, 12:56 PM
Updated : 4 August 2019, 12:56 PM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকায় ৪৬৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্প‌তিবার এই বাজারে ৪৮২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপর বাজার চট্টগ্রামে রোববার ১৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ১৬ কোটি ৭৬ লাখ টাকা।

রোববার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রামে প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৬৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।
ডিএসইএক্স বা প্রধান সূচক  ৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭২ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৭১ পয়েন্ট ক‌মে অবস্থান করছে ১ হাজার ৮৩৬ পয়েন্টে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ক‌মে‌ছে ৫ দশমিক ৪ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৭৯৩ পয়েন্ট।
লেনদেনে অংশ নিয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১১২টির। আর অপরিবর্তিত রয়েছে ২১টির দর।