লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শেষ

লেনদেন-সূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2019, 10:18 AM
Updated : 1 August 2019, 10:18 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রামে প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৭৩ পয়েন্ট।

বৃহস্পতিবার ঢাকায় ৪৮২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বুধবার এই বাজারে ৪৪৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে ১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল ১৭ কোটি ২৭ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৮৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৫২টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক  ৩০ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬৯ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৯২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৮পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৩ দশমিক ১৭ পয়েন্ট; সূচক হয়েছে ১৫ হাজার ৭৯৮ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৭৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।