বিএটিবিসির ইপিএস কমেছে ৩৪ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) ইপিএস কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 12:01 PM
Updated : 30 July 2019, 12:01 PM

চলতি বছরের ছয় মাসে (জানুয়ারি-জুন) তামাক পণ্য প্রস্তুতকারী এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২১ টাকা ১৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ৩২ টাকা ৩৬ পয়সা।

এ হিসাবে প্রতিষ্ঠানটির ইপিএস কমেছে ৩৪ শতাংশ।

মঙ্গলবার সকালে বাংলাদেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ইপিএস কমার এ তথ্য প্রকাশ হওয়ার পর বিএটিবিসির শেয়ারের দর ৬৮ টাকা ৮০ পয়সা পড়ে গেছে।

সোমবার শেয়ারটির লেনদেন শেষ হয়েছিল ১ হাজার ৩১৯ টাকা ২০ পয়সায়। মঙ্ঘলবার তা ১ হাজার ২৫০ টাকা ৪০ পয়সায় নেমে এসেছে।

শতাংশ হিসাবে দর কমেছে ৫ দশমিক ২২ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২০১৯ সালের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল-জুন সময়ে ইপিএস হয়েছে ৯ টাকা ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৯ টাকা।

৩০ জুন শেষে প্রতিষ্ঠঅনটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮০ টাকা ৭০ পয়সা।