লেনদেন-সূচক কমেছে পুঁজিবাজারে

মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2019, 11:11 AM
Updated : 30 July 2019, 11:11 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৫ দশমিক ০২ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১৮ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬৭৬ দশমিক ৩২ পয়েন্টে।

মঙ্গলবার ঢাকায় ৪২৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক সোমবারের চেয়ে ৮ কোটি ৮ লাখ টাকা কম।

সোমবার এই বাজারে ৪৩৭ কোটি ৭২ লাখ টাকা লেনদেন হয়েছিল।।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৬৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর।

ঢাকার বাজারে অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭৭ পয়েন্টে। ডিএস৩০ ১৭ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮২৬ পয়েন্টে।

সিএসইতে মঙ্গলবার ২০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৪ লাখ টাকা কম। সোমবার সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৪০ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২৮৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।