সূচক বেড়েছে পুঁজিবাজারে

মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 10:28 AM
Updated : 29 July 2019, 11:12 AM

তবে ঢাকার বাজারে লেনদেন বাড়লেও চট্টগ্রামে কমেছে ।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ দশ‌মিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৪ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৯৪ দশমিক ৯৬ পয়েন্টে।

সোমবার ঢাকায় ৪৩৭ কোটি ৭৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক রোববারের চেয়ে ৩১ কোটি ৭৭ লাখ টাকা বেশি।
চট্টগ্রামে লেনদেন হয়েছে ২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। রোববার লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি ৯৫ লাখ টাকা।
সোমবার ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৪২টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।
সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।