কপারটেককে তালিকাভুক্ত করতে ডিএসইকে ১০ দিন সময়

আইপিও প্রক্রিয়া সম্পন্নকারী কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে তালিকাভুক্ত করতে ১০ দিন সময় পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2019, 12:24 PM
Updated : 25 July 2019, 12:24 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

কপারটেকের তালিকাভুক্তির সময় বাড়ানোর জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল ডিএসই। সেই আবেদনে ডিএসইকে চিঠি দিয়ে ১০ দিন সময় দিয়েছে বিএসইসি।

এর আগে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানিটিকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে পর্ষদের কাছে পাঠালে তাদের অনুষ্ঠিত পর্ষদ বৈঠকে তা অনুমোদন করা হয়। বিএসইসির বিশেষ অনুমোদন সাপেক্ষ তা কার্যকর হবে।

ডিএসইর তালিকাভুক্তি আইন তথা লিস্টিং রুলস এর ৫(৩) ধারা অনুসারে, একটি কোম্পানির আইপিও’র চাঁদা গ্রহণ শেষ হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিতে হয়।

কপারটেকের ক্ষেত্রে এই সময় অনেকদিন আগেই পার হয়ে গেছে।

তাই ডিএসই আলোচিত ধারাটির অব্যাহতি তথা কপারটেককে তালিকাভুক্তির ক্ষেত্রে বাড়তি সময় দেওয়ার জন্য বিএসইসিকে অনুরোধ জানিয়েছিল, যাতে সাড়া দিল নিয়ন্ত্রক সংস্থা।