লেনদেন-সূচক বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন-সূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2019, 11:32 AM
Updated : 17 July 2019, 11:32 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২৮ দশমিক ১৩ পয়েন্ট।

বুধবার ঢাকায় ৩০৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন মঙ্গলবারের চেয়ে ৩৭ কোটি ৮৪ লাখ টাকা বেশি।

মঙ্গলবার এই বাজারে ২৭১ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছিল।

অন্যদিকে সিএসইতে বুধবার ৩০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ১৬ কোটি ৪৪ লাখ টাকা।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১১৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩৩ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩০ পয়েন্টে।

সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২৮ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৩০ দশমিক ৫৩ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।