সাত কার্যদিবস পর সূচক বাড়ল পুঁজিবাজারে

মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 11:37 AM
Updated : 16 July 2019, 11:37 AM

টানা সাত কার্যদিবস পর মঙ্গলবার সূচক বাড়ল দুই বাজারে।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২৪ দশমিক ৪৫ পয়েন্টে।

এর আগে ৭ জুলাই থেকে কমতে থাকে সূচক, সেদিন সূচক ছিল ৫ হাজার ৩৩৩, ১৫ জুলাই সোমবার পর‌্যন্ত প্রায় ২৯০ পয়েন্ট কমে হয় ৫ হাজার ৯১ পয়েন্ট।  

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৮২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭০২ দশমিক ৪০ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ২৭১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবারের তুলনায় লেনদেন কমেছে ৩৪ কোটি ৩০ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩০৬ কোটি ৬ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২২টির, কমেছে ৯৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২৪ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ ১০ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮২৯ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ১৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ২ কোটি ২ লাখ টাকা বেশি।

সোমবার সিএসইতে লেনদেন ছিল ১৪ কোটি ৪০ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫২ টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির।