সূচক কমেছে পুঁজিবাজারে

মূল্যসূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2019, 11:27 AM
Updated : 8 July 2019, 11:27 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪ দশমিক ৪৭ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪২ দশমিক ৪৮ পয়েন্ট।

সোমবার ঢাকায় ৪২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার এই বাজারে ৪১৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার সিএসইতে ১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ১৮ কোটি ১৯ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৯৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১৪ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৮ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৬ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪২ দশমিক ৪৮ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ২৯০ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ১৫৬ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।