সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

মূল্যসূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2019, 11:06 AM
Updated : 4 July 2019, 11:06 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮ দশমিক ৫৮ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে  ৪ দশমিক ১৭ পয়েন্ট।

বৃহস্পতিবার ঢাকায় ৪৮৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিন বুধবার এই বাজারে ৫০৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার সিএসইতে ৪৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল ৩৩ কোটি ৩৫ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৩১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮০ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১০ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪ দশমিক ১৭ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৪৬৯ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৯৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।