সোমবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

ব্যাংক হলিডের কারণে ১ জুলাই সোমবার বাংলাদেশের কোন ব্যাংকে লেনদেন হবে না। আর ব্যাংকে লেনদেন বন্ধ থাকায় দেশের দুই পুঁজিবাজারেও লেনদেন হবে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2019, 04:32 PM
Updated : 30 June 2019, 04:32 PM

প্রথা অনুযায়ী, অর্থবছরের প্রথম দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। সে কারণে ২০১৯-২০ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই সোমবার ব্যাংকগুলোতে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

তবে এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক খোলা থাকবে।

রোববার ক্যালেন্ডার বছরের অর্ধেক শেষ হবে। দেশের সবগুলো ব্যাংক তাদের হিসাবের ক্ষেত্রে এই ক্যালেন্ডার অনুসরণ করে।

৩০ জুন লেনদেন সময় শেষ হওয়ার পর ব্যাংকগুলো তাদের ষাণ্মাসিক হিসাব মেলাতে শুরু করে।

সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক ব্যালেন্সশিট প্রস্তুত করে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।

ব্যাংক হলিডের কারণে সোমবার বাংলাদেশের দুই পুঁবিাজারেও কোন লেনদেন হবে না। রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে লেনদেন বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছে।