লেনদেন-সূচক কমে সপ্তাহ শুরু

লেনদেন-সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2019, 11:02 AM
Updated : 30 June 2019, 11:02 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮ দশমিক ৪২ পয়েন্ট, সূচক অবস্থান করছে ৫ হাজার ৪২১ দশমিক ৬২ পয়েন্টে ।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮ দশমিক ৩২ পয়েন্ট।

রোববার ঢাকায় ৪৬৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৫১৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার সিএসইতে ৪৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ১১২ কোটি ৯৮ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২ টির, কমেছে ১৭৫ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২১ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৯ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮ দশমিক ৩৮ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৬৩৪ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ১২৯ টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।