লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শেষ

মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2019, 09:27 AM
Updated : 27 June 2019, 09:27 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৯ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮১ পয়েন্ট।

বৃহস্পতিবার ঢাকায় ৫১৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বৃধবার এই বাজারে ৪৩১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে ৪৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল ৩৯ কোটি ৩৮ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৫৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩০ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৫ দশমিক ৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৪ দশমিক ৯০ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮১ দশমিক ২৩ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৬৪২ দশমিক ৫৯ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৮৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।