সূচক বাড়লেও লেনদেন কমেছে

মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 11:21 AM
Updated : 26 June 2019, 11:22 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৪ পয়েন্ট।

বুধবার ঢাকায় ৪৩১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৪৫৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার সিএসইতে ৩৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ৯৬ কোটি ৩০ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ১২৪ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২৯ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১০ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১১ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮৩ দশমিক ৭৫ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৫৬১ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০ টির, কমেছে ১০৩ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।