লেনলেন-সূচক কমে সপ্তাহ শুরু

লেনলেন-সূচক কমে সপ্তাহ শুরু করেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 11:26 AM
Updated : 23 June 2019, 11:26 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩ পয়েন্ট।

রোববার ডিএসইতে ৩৩৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই অংক গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ১০৭ কোটি ৪৭ লাখ টাকা কম।

বৃহস্পতিবার এই বাজারে ৪৪৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২২১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৩ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩১ পয়েন্টে। আর ডিএস৩০ ২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৬ পয়েন্টে।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫০৯ পয়েন্টে।

তবে এই বাজারে লেনদেন বেশ খানিকটা বেড়েছে। রোববার ১১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন বৃহস্পতিবারের চেয়ে ৭১ কোটি ১৯ লাখ টাকা বেশি।

লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২ টির, কমেছে ১৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।