লেনদেন-সূচক কমে সপ্তাহ শেষ

মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2019, 10:28 AM
Updated : 20 June 2019, 10:28 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৬ পয়েন্ট কমেছে। অপর বাজার চট্টগ্র্ম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৩ পয়েন্ট।

লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। যা বুধবারের চেয়ে ১০৮ কোটি ৩৭ লাখ টাকা কম।

বুধবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫৫৪ কোটি ০৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ২২২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৯৫ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট কসে অবস্থান করছে এক হাজার ২৩৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৪ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৪১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ১৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির দর।