ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  মূল্যসূচক ও লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2019, 11:21 AM
Updated : 19 June 2019, 11:21 AM

সপ্তাহের  চতুর্থ দিন বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ দশমিক ১৬ পয়েন্ট, সূচক অবস্থান করছে ৫ হাজার ৪১১ দশমিক ৪০ পয়েন্টে ।

তবে অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৯ দশমিক ৫৮ পয়েন্ট।

বুধবার ঢাকায় ৫৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৫২৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার সিএসইতে ৩৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ৪২ কোটি ৪২ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪ টির, কমেছে ১৭৪ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।

ডিএসইএক্স ১১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১১ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচক ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৭ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৯ দশমিক ৫৮ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৫৬৫ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪ টির, কমেছে ১৪১ টির। আর অপরিবর্তিত রয়েছে ২২টির দর।