সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

বাজেট ঘোষণার দিন মূল্যসূচক ও লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 09:12 AM
Updated : 13 June 2019, 10:53 AM

টানা আট কার্যদিবস উর্ধ্বমুখী প্রবণতার পর বুধবার মূল্যসংশোধন হয়েছিল বাজারে। ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার দিন বৃহস্পতিবার দুই বাজারেই সূচকের পাশপাশি লেনদেন বেড়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

বেলা ৩টায় জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপন শুরু করছেন অর্থমন্ত্রী আ  ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৪ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ৪৩ লাখ টাকা। বুধবার লেনদেনের অংক ছিল ৫২২ কোটি ৬৪  লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দর।

অপরদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৬৯ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ২৭৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।

ঈদের ছুটির আগে থেকেই বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যায়। ছুটির পরও সে ধারা অব্যাহত ছিল।ছুটির পর তিন দিনে ডিএসইএক্স প্রায় ১০০ পয়েন্ট বাড়ে।

ঈদের ছুটির আগে ও পরে টানা আট কার্যদিবসে ডিএসইএক্স ২২৫ পয়েন্ট বাড়ে।

২৩ মে ডিএসইএক্স ছিল ৫ হাজার ২৫০ পয়েন্ট। মঙ্গলবার সেই সূচক বেড়ে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে উঠেছিল।