পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2019, 10:20 AM
Updated : 29 May 2019, 10:20 AM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৪ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৬৭ পয়েন্টে।

ঢাকায় ৩৩২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিন ৪০৩ কোটি ১৩ লাখ টাকা।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৩৮ পয়েন্টে রয়েছে।

সিএসইতে ১৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪১ কোটি ১২ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৪ টির, কমেছে ১১৭ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।

সি এসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮৭টির, অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৭ দশমিক ৯৮ পয়েন্ট;