শুরুর দিনে রানার অটোর দর বেড়েছে ৩৩%

পুঁজিবাজারে তালিকাভুক্তির পর প্রথম দিনের লেনদেনে রানার অটোমোবাইলসের শেয়ারের দর বেড়েছে ৩৩ দশমিক ১ শতাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 11:53 AM
Updated : 21 May 2019, 11:53 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৭৫ টাকা মূল্যের শেয়ারটির দর মঙ্গলবার লেনদেন শেষে ২৪ টাকা ৮০ পয়সা বেড়ে ৯৯ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

দিনের শুরুতে রানার অটোমোবাইলসের শেয়ারের লেনদেন শুরু হয় ৯৭ টাকা ৩০ পয়সায়। সর্বনিম্ন লেনদেন ছিল ৯২ টাকা ও সর্বোচ্চ ১০৭ টাকা ৮০ পয়সা। সর্বশেষ ১০০ টাকা ৪০ পয়সা।

শুরুর দিন ৩৫ লাখ ২২ হাজার ১৮টি শেয়ারের মাধ্যমে কোম্পানিটির ৩৫ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা লেনদেন হয়েছে।

রানার অটোমোবাইলস লিমিটেড শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করেছে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে ৮৩ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ৭৫ টাকা দরে বিক্রয় করে ৬২ কোটি ৫০ লাখ টাকা এবং সাধার বিনিয়োগকারীদের মধ্যে ৫৫ লাখ ৯৭ হাজার ১৫টি শেয়ার ৬৭ টাকা দরে বিক্রি করে ৩৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করা হয়।

শেয়ারবাজার থেকে তোলা ১০০ কোটি টাকা গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।