সেই পতনের ধারায় পুঁজিবাজার

দুই দিন পরেই সেই পতনের ধারায় ফিরে এসেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2019, 10:56 AM
Updated : 20 May 2019, 10:56 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬০ পয়েন্ট কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০৪ পয়েন্ট।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে নীতিমালা শিথিল করার পর চলতি সপ্তাহের প্রথম দিন রোববার বাংলাদেশের পুঁজিবাজারে সূচকের উল্লম্ফন হয়। লেনদেনও বাড়ে। বাড়ে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।

রোববার ডিএসইএক্স ১০৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৫ দশমিক ৭০ পয়েন্টে উঠে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩০৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়ায়।

কিন্তু একদিন পরই উল্টো পথে পুঁজিবাজার।

তার আগে গত সপ্তাহে টানা চার দিন পতনের পর শেষ দিন বৃহস্পতিবার মূল্যসূচক বাড়ে দুই বাজারে। ঐ দিন ডিএসইএক্স ৩৪ দশমিক ৭৫ পয়েন্ট বাড়ে। সিএএসপিআই বাড়ে ৮৯ দশমিক ৮৪ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার  ডিএসইএক্স সূচক ৫৯ দশমি ৫৫পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৭৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৩ পয়েন্টে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৭ কোটি ৭৩ লাখ টাকা। যা রোববারের চেয়ে ৫৬ কোটি টাকা কম।

সোমবার ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর ৫০টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

অপরদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১০৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার।

লেনদেনে অংশ নিয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।