দুই বাজারেই সূচক ঊর্ধ্বমুখী

ব্যাংকের বিনিয়োগের ক্ষেত্রে নীতিমালা শিথিল করার পর সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারে লেনদেন চলছে ঊর্ধ্বমুখী সূচক নিয়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 06:13 AM
Updated : 19 May 2019, 06:13 AM

রোববার সকাল ১০টায় লেনদেন শুরুর পর এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৩ দশমিক ৯২ পয়েন্ট হয় ।

আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৬৭ পয়েন্টে পৌঁছায়।  

প্রথম ঘণ্টার লেনদেনে ঢাকায় ১৬২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর চট্টগ্রামে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ওই সময় পর্যন্ত লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বাড়ে ২৬৫টির, কমে ২৮টির। আর অপরিবর্তিত ছিল ২৬টির দর।

আর সিএসইতে ওই সময় পর্যন্ত লেনদেনে অংশ নেয় ১২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বাড়ে ৯৫টির, কমে ১৫টির, অপরিবর্তিত ছিল ১৬টির দর।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিজে ব্যাংকের বিনিয়োগ পুঁজিবাজারে ব্যাংকের মোট বিনিয়োগের হিসাব থেকে বাদ দেওয়া হবে।

এর ফলে ব্যাংকের বাড়তি বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ায় পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।