টানা তৃতীয় দিনের মতো দরপতন

টানা তৃতীয় দিনের মতো দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2019, 10:17 AM
Updated : 14 May 2019, 10:18 AM

গত রোববার দরপতনের মধ্যে দিয়ে সপ্তাহের লেনদেন শুরু হয়েছে; মঙ্গলবার তৃতীয় কার্যদিবসেও তা চলেছে। গত দুইদিনের মতো এদিন মূল্যসূচকের সঙ্গে কমেছে লেনদেনও।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১৭ দশমিক ৯১ পয়েন্টে।

একই অবস্থা ডিএসইর অনান্য সূচকেও। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৯৯ পয়েন্ট কমে এক হাজার ২০৩ আর ডিএস৩০ ১০ দশমিক ৮৮ পয়েন্ট কমে এক হাজার ৮২৫ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার দেশের প্রধান এই শেয়ারবাজারে ২৫১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা, তুলনায় ৫৩ কোটি ৬৭ লাখ টাকা কম।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩০৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে মঙ্গলবারের লেনদেনে অংশ নেওয়া ৩৪৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফাণ্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২১৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৫২টি শেয়ারের দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৯৩ দশমিক ০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৬২ দশমিক ২৯ পয়েন্টে।

সিএসইতে এদিন ১৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় এক কোটি ৩০ লাখ টাকা কম।

এ বাজারে লেনদেন হয়েছে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির দর।