লেনদেন-সূচক কমে সপ্তাহ শুরু

লেনদেন-সূচক কমে সপ্তাহ শুরু করেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2019, 10:58 AM
Updated : 12 May 2019, 10:58 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯০ পয়েন্ট কমেছে।

অপর বাজার চট্টগ্র্ম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১২ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইএক্স ৩ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছিল। তবে সিএএসপিআই ২৩ দশমিক ২৮ পয়েন্ট কমেছিল।

তার আগে টানা তিন দিনের (সোম, মঙ্গল এবং বুধবার) পতনে ডিএসইএক্স ১২২ দশমিক ৫৩ পয়েন্ট কমেছিল।

রোববার ডিএসইতে ৩৫৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অংক বৃহস্পতিবারের চেয়ে ১৮ কোটি ৬ লাখ টাকা কম।

বৃহস্পতিবার ৩৭৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৫০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৩ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৪৬ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ২২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ২ কোটি ৭৮ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির