ডিবিএইচের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আবাসন খাতে অর্থায়নের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2019, 03:15 PM
Updated : 30 April 2019, 03:15 PM

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় প্রতিষ্ঠানটির বন্ড ছাড়া সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবিএইচের ৩০০ কোটি টাকার নন কনভার্টেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বন্ডটি নন কনভারটেবল জিরো কুপন বন্ড। মেয়াদ হবে ৫ বছর। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে- নন কনভারর্টেবল, পুরোপুরি অবসায়নযোগ্য, আন সিকিউরড, আন লিস্টেট জিরো কুপন বন্ড।

বন্ডটি ৫ বছরে পূর্ণ অবসায়ন হবে, যা বিভিন্ন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী, ইন্সুরেন্স কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক কাজ করছে।