চ্যাটবট ‘লিন্ডা’ চালু করলো লংকাবাংলা

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কথোপকথনমূলক চ্যাটবট ‘লিন্ডা’ চালু করেছে লংকাবাংলা সিকিউরিটিজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2019, 03:52 PM
Updated : 23 April 2019, 03:52 PM

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে লংকাবাংলার কর্পোরেট অফিসে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মাধমে যে কোন ব্যাবহারকারী বা বিনিয়োগকারী কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর সহজে ফেইসবুক, লংকাবাংলার ওয়েবসাইট এবং ফাইনান্সিয়াল পোর্টালের মাধ্যমে জানতে পারবেন।  

চ্যাটবট বিনিয়োগকারীদের যে কোন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি ভবিষ্যৎ বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার ব্যাপারে প্রয়োজনীয় তথ্য দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিডস কর্পোরেশনের চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ, লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ নাসির উদ্দিন চৌধুরী, লংকাবাংলা সিকিউরিটিজর প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফাত রেজা প্রমুখ।