দর বৃদ্ধিতে শেষ সপ্তাহ

সপ্তাহের শেষ দিন লেনদেন ও সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2019, 11:37 AM
Updated : 18 April 2019, 11:37 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২১ দশমিক ৪১ পয়েন্টে।

এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে এক হাজার ২২৭ পয়েন্টে এবং ডিএস৩০ ১৭ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৯৭ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্প‌তিবার ডিএসইতে ৩৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বুধবারের চেয়ে ৩৭ কোটি ৫৯ লাখ টাকা বেশি।

বুধবার ডিএসইতে লেনদেন ছিল ৩১৪ কোটি ৫৪ লাখ টাকা।

ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৪৮টির, কমেছে ৫৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৬৪ দশমিক ৯৫ পয়েন্টে।

সিএসইতে ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এ বাজারে ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে অংশ নেওয়া ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।