ডিএসইতে ‘কিছুটা’ স্বস্তি

সপ্তাহের চতুর্থ দিনের লেনদেনে সূচক সামান্য বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক আরও কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2019, 11:34 AM
Updated : 17 April 2019, 11:34 AM

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৯ দশমিক ৪১ পয়েন্টে।

এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৭ পয়েন্টে এবং ডিএস৩০ ৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮০ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৩ দশমিক ২৯ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৩১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মঙ্গলবারের চেয়ে ৪৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন ছিল ২৬৯ কোটি ৭১ লাখ টাকা।

ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১২৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় এক কোটি ১০ লাখ টাকা বেশি।

এ বাজারে লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।