পুঁজিবাজারে সূচক পতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক পতন হয়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2019, 11:23 AM
Updated : 16 April 2019, 12:56 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই ৬০ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই হারিয়েছে ১৮৭ দশমিক ৯৮ পয়েন্ট।

ডিএসইতে এদিন ২৬৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২৭ কোটি টাকা কম।

আর সিএসইতে হাতবদল হয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় আড়াই কোটি টাকা বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯ টির, কমেছে ২৫৩ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৬০ দশমিক ৫৫ পয়েন্ট কমে দিন শেষে ৫ হাজার ২৪৮ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে।

আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭ দশমিক ৯৮ পয়েন্ট কমে দিন শেষে ১৬ হাজার ১০০ পয়েন্ট হয়েছে।

এ বাজারে লেনদেনে অংশ নিয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৪৯টির; অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

এদিকে গত কিছু দিনের মত মঙ্গলবারও রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে কিছু বিনিয়োগকারী।

পুঁজিবাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে ছোট বিনিয়োগকারীদের সংগঠন পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের এক মানববন্ধন থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের পদত্যাগও দাবি করা হয়েছে।

পরিষদের সভাপতি মিজানুর রশীদ চৌধুরী মানববন্ধনে বলেন, “পুঁজিবাজারের জন্য এখন বিনিয়োগকারীদের আস্থা সবচেয়ে বেশি প্রয়োজন। যে পর্যন্ত পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে একজন নীতিবান বিনিয়োগবান্ধব মানুষ দায়িত্ব না নেবে, সে পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না, তাদের নীরব কান্না শেষ হবে না।”  

এ বিষয়ে চেয়ারম্যান খায়রুল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।