ফের কমেছে সূচক

তিনদিন ছুটির পর সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচকের পতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2019, 10:57 AM
Updated : 15 April 2019, 10:57 AM

শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববার পহেলা বৈশাখের জন্য বন্ধ ছিল পুঁজিবাজারে লেনদেন।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০৯ দশমিক ৪৭ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১৯ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৮৮ দশমিক ৮১ পয়েন্টে।

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৯৬ কোটি ০২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় লেনদেন বেড়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন ছিল ২৮৪ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৯৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ দশমিক ৯১ পয়েন্ট কমে ৫ হাজার ৩০৯ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২৮ পয়েন্টে। আর ডিএস৩০ ১ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০১ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ২ কোটি ৬৮ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির