পুঁজিবাজারে যা যা দরকার দেবেন প্রধানমন্ত্রী: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার চাঙা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2019, 03:22 PM
Updated : 11 April 2019, 03:22 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা জানিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী সব সময় পুঁজিবাজার সম্পর্কে খবর রাখেন। তিনি বলেছেন, পুঁজিবাজারের জন্য যা দরকার, তিনি করবেন।”

গত কয়েকদিনে পুঁজিবাজারে দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা নেমে আসে। ব্যক্তি শ্রেণির বিনিয়োড়কারীরা বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভও করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের সাক্ষাতের পর বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচকের বেশ উন্নতি ঘটে।

খায়রুল জানান, পুঁজিবাজারের বর্তমান মন্দাবস্থা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিএসইসিকে বলেছেন প্রধানমন্ত্রী।

বিএসইসি চেয়ারম্যান চলমান সমস্যা কাটিয়ে উঠার বিষয়ে তার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।