সূচকের বড় পতন

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সূচকের বড় পতন হয়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2019, 11:26 AM
Updated : 8 April 2019, 11:26 AM

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭২ দশমিক ২৩ পয়েন্টে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ১৮৬ দশমিক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৭৮ দশমিক ৯৮ পয়েন্টে।

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার তুলনায় লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৪৬ লাখ টাকা।

রোববার ডিএসইতে লেনদেন ছিল ৩৩০ কোটি ৫৪ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ২৭৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬১ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭২ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৪০ পয়েন্টে। আর ডিএস৩০ ১৮ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২৪ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ১৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৮০ কোটি ৩৮ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।