লেনদেন কমে সপ্তাহ শেষ

মূল্যসূচক সামান্য বাড়লেও লেনদেন বেশ খানিকটা কমে সপ্তাহ শেষ করল বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2019, 10:00 AM
Updated : 4 April 2019, 10:00 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স  ৮ পয়েন্টের মতো বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট।

তবে দুই বাজারেই লেনদেন বেশ কমেছে। বৃহস্পতিবার ঢাকার বাজারে ৩৬৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৪৫১ কোটি ৩৭ লাখ টাকা।

সিএসইতে ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল ৭৮ কোটি ৪৫ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ৭ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৫ হাজার ৪৫৯ দশমিক ৯১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৯ দশমিক ৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৮ দশমিক ৪৬ পয়েন্টে।

ডিএসইতে বৃহস্পতিবার ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৪০ দশমিক ৪২ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।