পুঁজিবাজারে বড় দরপতন

বড় দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2019, 11:08 AM
Updated : 3 April 2019, 11:08 AM

সপ্তাহের চতুর্ধ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭০ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ২০০ পয়েন্ট।

তবে দুই বাজারেই লেনদেন বেড়েছে। বুধবার ডিএসইতে ৪৫১ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েঢছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৪১২ কোটি ৫২ লাখ টাকা।

সিএসইতে বুধবার ৭৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে লেনদেনের অংক ছিল বেশ বেশি ৭৮ কোটি ৪৫ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইএক্স সূচক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৫২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৭ পয়েন্টে।

ডিএসইতে বুধবার ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৪টির, কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

বুধবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৩৫ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।