আইডিএলসির ২৫৫ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্তি আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের ২৫৫ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2019, 12:32 PM
Updated : 2 April 2019, 12:32 PM

মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে।

নন-কনভার্টঅ্যাবল জিরো কূপন এই বন্ডের মেয়াদ হবে  ৫ বছর। যা বিভিন্ন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্সের চলমান অর্থায়ন প্রয়োজনীয়তা মেটাতে তারল্য স্থিতি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে যথাক্রমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।