প্রতি শেয়ারে ২০ টাকা দেবে ম্যারিকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো ২০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালী লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2019, 12:40 PM
Updated : 1 April 2019, 12:40 PM

ম্যারিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত ১১ মাসের আর্থিক প্রতিবদেন পর্যালোচনা করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬১ টাকা ৫৫ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৯৩ পয়সা।

রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।

ঘোষিত লভ্যাংশ অনুযায়ী রেকর্ড ডেট পর‌্যন্ত শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে ম্যারিকোর যতো শেয়ার থাকবে তার প্রতিটির জন্য ২০ টাকা করে লভ্যাংশ বা মুনাফা পাবেন।