ব্র্যাক ব্যাংক-শান্তা সিকিউরিটিজ চুক্তি

ব্র্যাক ব্যাংক এবং শান্তা সিকিউরিটিজ লিমিটেডের মধ্যে একটি কাস্টডিয়াল চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2019, 05:34 PM
Updated : 31 March 2019, 05:34 PM

সম্প্রতি ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান ও শান্তা সিকিউরিটিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এসএম হাবিবুর রাহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ চুক্তি অনুযায়ী শান্তা সিকিউরিটিজের যে সকল বিদেশী ক্লায়েন্ট বাংলাদেশের পুঁজি বাজারে বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, ব্র্যাক ব্যাংক তাদের বৃহৎ পরিসরে কাস্টডিয়াল সেবা প্রদান করবে। এছাড়াও শান্তা সম্ভাব্য বিদেশী ক্লায়েন্টদের সাথে ব্র্যাক ব্যাংকের কাস্টডিয়াল সেবার পরিচিতি ঘটাবে এবং ক্লায়েন্টদের ব্রোকারেজ সার্ভিস প্রদান করবে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ট্রেড ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জাবেদুল আলম, ট্রেড ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাশ ডেভেলপমেন্টের ইউনিট প্রধান ফাহিম ইশতিয়াক হোসেন, শান্তা সিকিউরিটিজ লিমিটেডের আইটি প্রধান আব্দুর রহিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।