দরপতনে সপ্তাহ শুরু

লেনদেন কিছুটা বাড়লেও মূল্যসূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2019, 10:47 AM
Updated : 31 March 2019, 10:47 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ দশমিক ৫৯ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৮ দশমিক ১১ পয়েন্ট।

ফাইল ছবি

রোববার ঢাকায় ৩৬১ কোটি ৫৩  লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৩৫২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার সিএসইতে ১৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ৯ কোটি ৯৬ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১০৬ টির, কমেছে ১৯১ টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৯ টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ১৩ দশমিক ৫৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯১ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৭ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৮ দশমিক ১২ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৮০৩ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে ১৩৭ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।