লেনদেন-সূচক বেড়েছে পুঁজিবাজারে

টানা কয়েকদিন পতনের পর মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 12:27 PM
Updated : 25 March 2019, 12:27 PM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩০ দশমিক ০৭ পয়েন্টে।

চট্টগ্র্ম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৯৬ দশমিক ৫৮ পয়েন্টে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৩৮৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার তুলনায় লেনদেন বেড়েছে ৩১ কোটি ৪২ লাখ টাকা।

রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকা।

লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১১১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩০ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ ৭ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮০ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ১৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৪ কোটি ২৮ লাখ টাকা বেশি।

লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪ টির, কমেছে ৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির