পুঁজিবাজারে দরপতন, লেনদেনে খরা

বাংলাদেশের পুঁজিবাজারে দরপতন চলছেই। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকার নীচে নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2019, 11:00 AM
Updated : 21 March 2019, 11:00 AM

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন কমে নয় কোটি টাকার ঘরে এসে ঠেকেছে।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩০ পয়েন্টের বেশি। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৫৮ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯১ কোটি টাকার শেয়ার। বুধবার এই বাজারে  ৪১৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইতে বৃহস্পতিবার মাত্র ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ৩৮ লাখ টাকা।

চলতি সপ্তাহে চারদিন লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এই চার দিনের তিন দিনই সূচক পড়েছে দুই বাজারে।

সবমিলিয়ে এই সপ্তাহে ডিএসইএক্স ৮৬ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক ৩০ দশমিক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৭০ দশমিক ১৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৪ দশমিক ৪৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯২ দশমিক ৯৪ পয়েন্টে।

৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর।

অপরদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১০৮ দশমিক ৮৮ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।