পুঁজিবাজারে দরপতন

দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 12:06 PM
Updated : 20 March 2019, 12:06 PM

কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪২ পয়েন্টের বেশি।

বুধবার ডিএসইতে ৪১৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মঙ্গলবারের চেয়ে ২৩ কোটি ১১ লাখ টাকার কম।

মঙ্গলবার এই বাজারে লেনদেনের অংক ছিল ৪৩৮কোটি ৮০ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইএক্স সূচক ৩০ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬০০ দশমিক ৫৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫ পয়েন্টে।

৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।

অপরদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৬৬ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।