সূচক বাড়লেও লেনদেন কমেছে

মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2019, 11:16 AM
Updated : 19 March 2019, 11:16 AM

মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ২৯ পয়েন্ট বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৬ দশমিক ১৯ পয়েন্ট।

তবে দুই বাজারেই লেনদেন কমেছে। মঙ্গলবার ঢাকায় ৪৩৭ কোটি  ৮০  লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

সোমবার এই বাজারে ৪৭৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার সিএসইতে ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেনের অংক ছিল ১৭ কোটি ৪৯ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩৩ টির, কমেছে ৮১ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩১ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯২ পয়েন্টে। তবে ডিএস৩০ সূচক ৩ দশমিক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬৬ দশমিক ১৯ পয়েন্ট; সূচক হয়েছে ১৭ হাজার ২১১ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ৬২ টির। আর অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।